আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে সংসদ সদস্য নির্বাচিত সংসদকে ‘অবৈধ’ বলে তারাই প্রকৃত অর্থে অবৈধ। তারা বন্দুকের নলের মাধ্যমে দল গঠন করেছে। তারা অবৈধ, বলেই সর্বদা তাদের মুখে অবৈধ আসে বলেও জানান তিনি।
সোমবার (১৭ জুন) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ক্ষমতাসীন দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করণীয় বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এসময় এক সাংবাদিক খালেদা জিয়ার জামিন বিষয়ে সরকারের ভূমিকা কী প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার জামিনের বিষয়ে সরকার কোন হস্তক্ষেপ করবে না বলে আবার পুনঃব্যক্ত করেন। যেহেতু আদালত স্বাধীন। আমরা আদালতের বিষয়ে কখনও হস্তক্ষেপ করিনি, এবং ভবিষ্যতেও করব না। তবু বিএনপির বন্ধুরা সরকারের উপর দোষারোপ করেন। যা কাম্য নয় বলেও জানান তিনি।
আগামী সপ্তাহে আদালত খালেদা জিয়ার জামিন দেবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের এ সংক্রান্ত বক্তব্যের বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তিনি একজন বিজ্ঞ আইনজীবী, তিনি হয়তো ধারণা করেই বলেছেন। এক্ষেত্রে বিচার সম্পূর্ণটাই আদালত করেছেন। তাকে (খালেদা জিয়া) শাস্তি দিয়েছেন আদালত। জামিন দেওয়ার দায়িত্বও আদালতের। আমরা সব সময় আদালতকে সম্মান প্রদর্শন করি। তাই আদালতের রায় সর্বশেষ বিচার হিসেবে গণ্য হবে। এখানে আমাদের কিছু করার নেই। আমরা আদলতের উপর কোন ধরনের হস্তক্ষেপ করিনি।