শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে নির্বাচনে অংশ গ্রহন করে হেরে গিয়েও প্রতিশ্রুতি রাখতে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের নির্বাচনে পরাজিত প্রার্থী আবদুল হামিদ মাইকে প্রচার করে নিজ বাড়িতে ভোটারদের নিমন্ত্রণ জানালেও দাওয়াত খেতে কেউ আসেনি। তবে তিনি নির্বাচনী ওয়াদা রাখতে ২টি গরু, ১০ মণ আতপ চাল ও খরচের জন্য নগদ ১০ হাজার টাকা প্রস্তুত রেখেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
জানা গেছে, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ভোটাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয়ী হলে ভোটের পর মাইকে প্রচার দিয়ে ২টি গরু জবাই করে ও ১০ মণ আতপ চাল রান্না করে ভোটারদের আমন্ত্রন জানানো হবে। তৃতীয় ধাপের ২নং নন্নী ইউপির ১নং ওয়ার্ডের ফুটবল প্রতিক নিয়ে আবদুল হামিদ নির্বাচনে অংশ গ্রহন করেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন এমদাদুল হক (মোরগ প্রতিক) ও জালাল উদ্দিন (তালা প্রতিক)। গত রোববার ভোটের দিনে ফলাফল অনুযায়ী ওই ওয়ার্ডে ৭৩০ ভোট পেয়ে (মোরগ) প্রতিক প্রার্থী এমদাদুল হক বেসরকারীভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। আর মাত্র ৬৪ ভোট পেয়ে আবদুল হামিদ (ফুটবল প্রতিক) নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সদস্যপদে নির্বাচনে আবদুল হামিদ গ্রামে ঘুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রতিশ্রুতি দেন তাকে ভোটে নির্বাচিত করা হলে দুটি গরু জবাই করা হবে। এছাড়া ১০ মণ আতপ চাল দিয়ে ভোটারদের পেটপুড়ে খাওয়ানো হবে। তিনি করোনাকালীন সময় সব ভোটারদের বাড়িতে গিয়ে জিলাপি ও গুলগুলির প্যাকেট বিতরণ করেছিলেন। কিন্ত ভোটে ওই ১নং ওয়ার্ডে বেসরকারীভাবে নির্বাচিত হন এমদাদুল হক। আর আব্দুল হামিদ পান মাত্র ৬৪ ভোট। ভোটাররা প্রতিশ্রুতি না রাখলেও আবদুল হামিদ তার দেয়া ওয়াদা মতো গতকাল সোমবার এলাকায় মাইক যোগে ভোটাদের আমন্ত্রণ জানান। এনিয়ে ভোটার ও এলাকাবাসী মধ্যে ব্যাপক কৌতুহুল ও হাসিঠাট্টার সৃষ্টি হয়েছে। তার কথামতো আবদুল হামিদ বাড়িতে ১০ মণ চাল ও দুটি গরু প্রস্তুত করে রেখেছেন। কিন্ত সোমবার দুপুর পর্যন্ত পরাজিত ওই প্রার্থীর বাড়ীতে কয়েকজন সাংবাদিক ছাড়া কোন ভোটার বা গ্রামবাসী কাউকে দেখা যায়নি।
এ ব্যাপারে আবদুল হামিদ বলেন, আমি ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছি। ভোটের পর দুটি গরু ও ১০ মণ চাল দিয়ে গ্রামবাসীদের খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভোটারাও আমাকে ভোট দিবেন বলে কথা দিয়েছিলেন। তিনি বলেন ভোট পেয়েছি মাত্র ৬৪ টি। নির্বাচনে আসলে কেউ কথা রাখেনি। তাই মাইক মেরে গ্রামবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেইসাথে চাল ও জবাই কারার জন্য ২টি গরু ও চাল প্রস্তুত রাখা আছে। গ্রামবাসী এলেই সবাই মিলে গরু জবাই করে খাওয়ার আয়োজন করা হবে। কিন্ত এখনও পর্যন্ত কেউ আসেনি। তারা না আসলেও আমি আমার কথা রেখেছি।