বেপরোয়া গাড়ি চালকদের একের পর এক হত্যার প্রতিবাদ, দোষীদের শাস্তি দাবি এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের নিউ মার্কেট চত্তরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ পথচারী অংশ গ্রহন করে।
মানববন্ধনে বন্ধনে বক্তারা নিরাপদ সড়কের দাবির জানায়। তাছাড়া হানিফ পরিবহনের বাস কর্মচারীদের দ্বারা ছাত্র সাইদুর রহমান (পায়েল) হত্যা এবং গত রবিবার ঢাকার বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিার্থী নিহতের ঘটনায় জড়িত বাস চালকদের শাস্তির দাবিও জানায় বক্তারা ।
বক্তারা বলেন, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যাই বেশি। এ গাড়িগুলোর অধিকাংশ চালক ১৫-১৬ বছরের যুবক। তাদের পর্যাপ্ত অভিজ্ঞতা নেই, নেই ড্রাইভিং লাইসেন্স। এমন অবস্থায় তাদের বেপরোয়া গাড়ি চালানোর ফলে খালি হচ্ছে অনেক মায়ের কোল।
এসময় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মো: শওকত আলী, সাধারণ সম্পাদক আবু রায়হান আল মাছুদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম রাজু, বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেরপুর সদর শাখার সভাপতি সোলাইমান আহাম্মেদ, রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শেরপুর কলেজের শিার্থী সাব্বির আহাম্মেদ বাদশা বক্তব্য রাখেন।
শে/টা/বা/জ