ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি জানায়, সোমবার রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে অ্যানিকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় গ্রেফতার করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর অ্যানির বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছিল।
সিআইডির মিডিয়া কর্মকর্তা আজাদ রহমান বলেন, গ্রেফতারের পর ফারহানা আফরোজ অ্যানিকে আদালতে সোপর্দ করা হয়েছে।