যেকোন সময় গুম বা জীবন নাশের আঘাত আসতে পারে বলে ধারণা করে নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিক সম্মেলনে দাবী করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল । তিনি আজ দুপুরে শেরপুর শহরে গৃদ্দানারায়নপুরস্থ তার নিজ বাসভবনে সাংবাদিক সম্মলনে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনের তফসীল ঘোষনার পরে আমার নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে শ্রীবরদী-ঝিনাইগাতীতে ১৭টি মিথ্যা মামলা দায়ের করিয়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করিয়াছে। ক্ষমতাসীন দলের নির্দেশে পুলিশ প্রশাসন নেতাকর্মীদের বাড়ীতে গিয়া পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও টেলিফেনে হুমকি ধামকি প্রদান করিয়া নির্বাচনের পরিবেশ বিঘœ সৃষ্টিসহ ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করিয়াছে।
তিনি আরো বলেন, নৌকা প্রতীকের প্রার্থী বিধি মোতাবেক রিটার্নিং অফিস বরাবরে কোন পথসভার সূচী জমা না দিয়া আমার পূর্ব নির্ধারিত প্রত্যেক সভাস্থলে ও গণসংযোগে শাসক দলীয় যেকোন সংগঠনের নামে আমার সভার সময় সূচিতে তাহাদের সভা করার দাবী জানাইয়া প্রশাসন ও পুলিশের সহযোগিতায় আমার পথসভা ও গণসংযোগ পন্ড করে দিচ্ছে। ইতিমধ্যেই তারা প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করিয়া আমার প্রতিটি পথসভায় ১৪৪ধারা জারী করাইয়া আমার প্রচার কার্য বন্ধ করাইয়াছে। এসময় বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।