বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি আবদুল্লাহ’ জাহাজে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে বারবার অবস্থান পরিবর্তন করছে জলদস্যুরা। বর্তমানে জাহাজটিকে সোমালিয়ার গ্যারাকাদ উপকূল থেকে কাছাকাছি অন্য এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে খবরটি পেয়েছে মালিক পক্ষ। কবির গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জলদস্যুরা জাহাজটি সোমালিয়া উপকূল থেকে অন্যত্র সরিয়ে নিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। পাশাপাশি আমাদের নাবিকরা সুস্থ রয়েছেন। আমাদের ধারণা, জলদস্যুরা জাহাজে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে বারবার অবস্থান পরিবর্তন করছে। কারণ উপকূলের কাছে অনেক সময় জাহাজ দখলে নিতে অন্য জলদস্যুরা হানা দেয়।’
মিজানুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত জলদস্যুরা মুক্তিপণের বিষয়ে কোনো যোগাযোগ করেনি। তবে আমরা আমাদের দিক থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি।’
গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল আগে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ নিজেদের নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ান জলদস্যুরা। পরদিন ১৩ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জাহাজটি সোমালিয়া উপকূল থেকে ১৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করে। এরপর ১৪ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় উপকূল থেকে ৭২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল জাহাজটি। একই দিন দুপুর ১টার দিকে (সোমালিয়ান সময় সকাল ১০টা) জাহাজটি সোমালিয়ার গ্যারাকাদ বন্দরের ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করে। তবে সেদিন সন্ধ্যার দিকে উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছিল জাহাজটি।