ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আসন্ন ঈদে বড় পর্দায় দেখা না মিললেও, তাকে পাওয়া যাবে টেলিভিশনে। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন রান্নাবিষয় একটি টিভি অনুষ্ঠানে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘একেবারে ভিন্ন এক অভিজ্ঞতা। কারণ এ ধরনের অনুষ্ঠান আগে কখনও করা হয়নি। আর রাঁধুনি হিসেবে আমি খুব একটা খারাপ না। মনে আত্মবিশ্বাস ছিল, সব কিছু ঠিকঠাক ভাবেই শেষ করতে পারবো। তাই হয়েছে, গত বুধবার একুশে টিভির নিজস্ব স্টুডিওতে এর দৃশ্যধারণ করা হয়েছে।’
পরিচিতজনদের কাছে আপনি ‘পাকা রাঁধুনি’ হিসেবে বেশ প্রশংসিত। এই অনুষ্ঠানে কি রান্না করলেন?
উত্তরে অপু বলেন, ‘অনুষ্ঠানে আমার পছন্দের কিছু খাবার রান্না করেছি। কিন্তু খাবারগুলোর নাম বললে তো অনুষ্ঠানের মজা থাকবে না।’
ঈদে টিভির আর কোন অনুষ্ঠানে অংশ নিয়েছেন?
উত্তরে অপু বলেন, ‘ঈদের আর কোনো টিভি অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি। অনেক প্রস্তাব পেয়েছি, মনের মতো না হওয়ায় কাজ করা হয়নি। এই যেমন রান্নাবিষয়ক অনুষ্ঠান আগে কখনও করা হয়নি। অনুষ্ঠানটির প্রস্তাব পাওয়ার পর ভেবে দেখলাম ভিন্ন কিছু হবে, তাই অংশ নেওয়া।’
একটা সময় ঈদে একাধিক ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন। অনেকদিন হলো আপনার নতুন ছবি মুক্তি পাচ্ছে না। নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে কবে আসছেন?
অপু বলেন, ‘সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে এতদিন নতুন ছবিতে কাজ করা হয়নি। তাছাড়া আব্রাম খান জয়ও অনেক ছোট ছিল। তাই ওকে রেখে কাজ করা সম্ভব হয়নি। জয়ের বয়স ৩ বছর হতে চলেছে। ইচ্ছে আছে, এখন থেকে কাজে আবার নিয়মিত হবে। নিজেকে বদলে নেবো। বছর অনন্ত একটা ছবি দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করবো।’
তিনি আরও বলেন, ‘আশা করি, ঈদুল আজহায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ মুক্তি পাবে। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এতে আমার বিপরীতে আছে বাপ্পী। আশা করি, ছবিটি দর্শকদের পূর্ণ বিনোদন দেবো।’
শুনলাম, ঈদে নাকি দেশের বাইরে যাচ্ছেন? উত্তরে অপু বললেন, ‘এখনও চূড়ান্ত না। ইচ্ছে আছে, ঈদের ছুটিতে জয়কে নিয়ে দেশের বাইরে যাওয়ার। দেখা যাক কি হয়।’