নাইম ইসলাম : দক্ষিণ আফ্রিকায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। তাও আবার স্বাগতিকদের একেবারে উড়িয়ে। রবিবার প্রিটোরিয়ায় তৃতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে ৯ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানার দল। ম্যাচে নিগার ব্যক্তিগত অপরাজিত ৪৮ রান সংগ্রহ করেন।
আগে ব্যাট হাতে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে স্বাগতিক মেয়েরা। জবাব দিতে নেমে শারমিন আক্তারের দারুণ ব্যাটিংয়ে ৫.২ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার শারমিনকে দারুণ সঙ্গ দেন মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা।
উদ্বোধনী জুটিতেই শারমিন ও মুরশিদা যোগ করেন ৭৫ রান। মুরশিদা ৩১ রান করে রান আউটে কাটা পড়েন। তবে এরপর আর উইকেট হারায়নি সফরকারী দল। শারমিন ও নিগার সুলতানা বাকি কাজ শেষ করে উইকেট ছাড়েন।
শারমিন ১৩৭ বলে অপরাজিত ৮৩ রান করেন।
নিগার ৮৪ বলে ৭ চারে অপরাজিত ৪৮ রান করেন।
এর আগে বল হাতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ছিলেন ফাহিমা খাতুন। ৩ উইকেট নেন তিনি। জোড়া উইকেট নেন খাদিজা তুল কুবরা। ১টি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও শায়লা শারমিন। প্রোটিয়া মেয়েদের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন উইকেটরক্ষক ব্যাটার ত্রিশা ছেট্টি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে ওপেনার রবিন সার্লের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা মহিলা ইমার্জিং দল: ৫০ ওভারে ১৭৬/৭ (রবিন ৩৫, তাজমিন ২৩, ত্রিশা ৬৩, নন্দুমিসো ১, লারা ৭, ডি ক্লার্ক ১৭, অ্যানি ৬, তামি ৮*, মালি ২*; আজমিন ০/১৫, রিতু ০/২৯, নাহিদা ১/২৭, ফাহিমা ৩/৩২, খাদিজা ৪২/৩৪, শায়লা ১/২৪, মুশতারি ০/১০)
বাংলাদেশ মহিলা ইমার্জিং দল: ৪৪.৪ ওভারে ১৭৯/১ (মুর্শিদা ৩১, শারমিন ৮৩*, নিগার ৪৮*; তামি ০/১৯, মালি ০/৩৬, অ্যানি ০/১২, এমলাবা ০/৪০, ইভোদিয়া ০/৩৪, ডি ক্লার্ক ০/২২, তাজমিন ০/৭, নন্দুমিসো ০/৬)
ফল: বাংলাদেশ মহিলা ইমার্জিং দল ৯ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ মহিলা ইমার্জিং দল ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শারমিন আক্তার
বাংলাদেশ – দক্ষিণ আফ্রিকা