শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের গড়কান্দা এলাকা থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। নিহত শিশুটির নাম ফারিহা সৌরভী (৬)। সে শহরের গড়কান্দা মহল্লার বাসিন্দা ফরিদ আলীর মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে শিশু ফারিহাকে সঙ্গে নিয়ে তাঁর মা রওশন আরা বেগম উপজেলা পরিষদের কোয়াটারে রান্নার কাজে যান। বিকেল তিনটার দিকে সেখান থেকে ফারিহা নিখোঁজ হয়। রওশন আরা ও তাঁর পরিবারের লোকজন ফারিহাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি। মেয়ের নিখোঁজ হওয়ায় সন্ধান চেয়ে শহরে মাইকিং করানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ফারিহার মা রওশন আরা বেগম নালিতাবাড়ী থানায় গিয়ে সাধারণ ডায়রী (জিডি) করেন। মঙ্গলবার রাত থেকে পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন। আজ বুধবার সাড়ে ১২টার দিকে পুলিশ খোঁজাখুজির এক পর্যায়ে গড়কান্দা এলাকায় একটি পুকুরে ফারিহার লাশ ভাসতে দেখতে পান স্থানীয় লোকজন। পরে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহামদ বাদল বলেন, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।