শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম শনিবার সকাল সাড়ে ৬টার সময় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ভোগ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অনেক আতœীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
মরহুমের পারিবারিক সূত্রে জানাগেছে, মরহুমের জানাজার নামায ১৫ এপ্রিল রোববার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, একই দিনে এশার নামাজের পর জামালপুরের গৌরিপুর কাচারী পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে, ১৬ এপ্রিল সোমবার ৯ টায় শেরপুরে, ১১ টায় ঝিনাইগাতী পাইলট স্কুল মাঠে, ২টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ও বিকাল সাড়ে ৫টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।