শেরপুর জেলা ট্রাক, মিনি ট্রাক, ট্যাংক লড়ী ও কভার্ট ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ১নং পোড়াগাঁও ইউনিয়নের উপ-কমিটির আয়োজনে নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে নালিতাবাড়ীর উপজেলার বারমারী এলাকার বুরুঙ্গা ব্রীজ পাড়ের শান্তির মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন উপ-কমিটি সাবেক সভাপতি মো. জামাল উদ্দিন। তিনি বলেন, শেরপুর জেলা ট্রাক, মিনি ট্রাক, ট্যাংক লড়ী ও কভার্ট ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৩২৭৭)। গত ১৪ মার্চ তারিখে পোড়াগাঁও ইউনিয়ন উপ- কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি মো. আরিফ রেজা। ওই সময় তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলেও ঘোষনা দেন। আর এ জন্য ১৪ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করেন। এ নির্বাচন পরিচালনা কমিটি পরবর্তী ৩০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
কিন্তু তা না করে গোপনে সাধারণ শ্রমিকদের না জানিয়ে অজ্ঞাত কারনে বিধি বর্হিভুতভাবে অতি সম্প্রতি নতুন একটি কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। কমিটি ঘোষনার পর ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই এই কমিটি বাতিল করে নতুন করে ভোটের মাধ্যমে তথা নির্বাচন দেওয়ার আহব্বান জানান আয়োজকরা। তা না হলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকাও করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আনোয়ারুল মঞ্জিল, উকিল উদ্দিন, এরশাদ আলম, আনছারুল ইসলাম, শফি উদ্দিনসহ স্থানীয় শ্রমিক নেতারা।
এ বিষয়ে জানার জন্য শেরপুর জেলা কমিটির সভাপতি আরিফ রেজার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।