শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজারের জেলখানা রোড এলাকা থেকে জাহিদুল ইসলাম গেলমান (২৫) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইআনী বাজার এলাকায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের কাচারীপাড়া মহল্লার জাহিদুল ইসলাম গেলমানকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল মঙ্গলবার গ্রেফতার গেলমানকে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।