‘তথ্যই শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা দেওয়া হয়েছে। বুধবার দিনব্যাপি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ইয়েস গ্রুপের আয়োজনে এ ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা ডেস্ক উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. নূর মোহাম্মদ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাহমুদুল বাশার, টিআইবি’র এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন, ইয়েস দলের দলনেতা মো: মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস/ বা.স