শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ ‘চা চক্র’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ ‘চা চক্র’ অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেকছেদুর রহমান লেবু। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন এবং ওয়ালটন এর পরিবেশক ও সচেতন নাগরিক কমিটি নালিতাবাড়ীর সদস্য আবুল ফাত্তাহ নাজমুল।
দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- প্রেসক্লাবের উর্ধতন পরিষদের প্রধান আলহাজ্ব এমএ হাকাম হীরা ও উর্ধতন পরিষদের কর্মকর্তা সামেদুল ইসলাম তালুকদার।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, নির্বাহী সদস্য প্রিন্সিপাল মুনীরুজ্জামান।
এসময় সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদ, কোষাধ্যক্ষ আল হেলাল, কল্যাণ তহবিল সম্পাদক এম. সুরুজ্জামান, দফতর ও প্রচার সম্পাদক হারুণ অর রশিদ, নির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম উজ্জল, সদস্য আমিরুল ইসলাম, মিজানুর রহমান, মুক্তার হোসাইন, রাকিবুল ইসলাম, দৌলত হোসাইন, অভিজিৎ সাহা। এছাড়াও সহযোগী সদস্য রবিউল ইসলাম মন্ডল, মিলন শেখ, মুঞ্জুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চা চক্রে প্রেসক্লাবের বর্তমান পরিবেশ দেখে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর নগদ ১৫ হাজার টাকা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান নগদ ১০ হাজার টাকা, ব্যবসায়ী আবুল ফাত্তাহ নাজমুল নগদ পয়ত্রিশ হাজার টাকা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু এক লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন। আর্থিক অনুদানের ঘোষণা দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন। প্রেসক্লাবের জন্য জমি বরাদ্দে প্রয়োজনীয় সহযোগিতার কথা ব্যক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।