শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক যুগান্তরে নালিতাবাড়ী প্রতিনিধি এমএ হাকাম হীরাকে সভাপতি ও বৈশাখি টেলিভিশনের শেরপুর প্রতিনিধি বিপ্লব দে কেটুকে সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, রবিবার (১০ফেব্র“য়ারি) রাতে পৌরশহরের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সহ-সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়ার সভাপতিত্বে দ্বি-বাষিক কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিত্বে এমএ হাকাম হীরা সভাপতি ও বিপ্লব দে কেটুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সহ সভাপতি লাল মোহাম্মদ শাজাহান কিবরিয়া (দৈনিক জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আসহান (আলোকিত বাংলাদেশ), অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল আহসান মঞ্জু (দৈনিক খবর), সদস্য জাহাঙ্গীর আলম তালুকদার (ভোরের কাগজ) ও আল হেলালকে (দৈনিক সংগ্রাম) মনোনিত করা হয়।