শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সরকারী কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে বুধবার সকালে কার্যালয়ের সন্মুখে এক ঘন্টা কর্ম বিরতি পালন করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।
নালিতাবাড়ী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন সূত্রে জানা গেছে, পৌরশহরের কার্যালয়ের সন্মুখে সকাল ১১টার সময় কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টা পর্যন্ত তারা অবস্থান করেন। এসময় কর্মকর্তা কর্মচারীদের দাবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো.আবু বক্কর সিদ্দিক। এছাড়া পৌরসভার সচিব একেএম মোবাশ্বেরুল মঞ্জিল, ময়মনসিংহ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জমির উদ্দিন, নালিতাবাড়ী কর্মচারী সংসদের সভাপতি আবু সাঈদ মোহাম্মদ শামীম প্রমুখ বক্তব্য রাখেন।