শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর সভার সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেনে পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক। বুধবার (২ অক্টাবর) সন্ধ্যায় পৌর ভবনে তিনি এ আর্থিক অনুদান প্রদান করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, এ বছর পৌর শহরে ১৪টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। তাই পূজা গুলো ঠিক মতো যেন অনুষ্ঠান পরিচালনা করতে পারে সেই লক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক ১৪টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় পৌর মেয়র ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু যোগেন রায়, প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, কাউন্সিলর জহিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।