শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে পৌর শহরের শহিদ মিনার চত্বরে রোববার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রচার ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় আলোচনা সভার আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ওসি বছির আহমেদ বাদলসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।