শেরপুরের নালিতাবাড়ী থানায় যৌতুক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামী নালিতাবাড়ী থানায় স্বেচ্ছায় আত্মসমর্পন করেছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেলে সাজাপ্রাপ্ত ব্যাক্তি নাজমুল হাসান (৩০) থানায় এসে আত্মসমর্পন করেন। তিনি উপজেলার বাঁশকান্দা বাজার গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানায়, আসামী নাজমুল হাসানের বিরুদ্ধে বিগত ২০১৭ সালে তার স্ত্রী শেরপুরের নালিতাবাড়ী থানার সিআর ১২৯ নম্বর মামলাটি দায়ের করেন। পরে আদালত স্বাক্ষ্য গ্রহন শেষে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় আসামী নাজমুল হাসানের অনুপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের স্বশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেইসাথে অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন। মামলার রায় ঘোষনার পর থেকেই আসামী নাজমুল পলাতক ছিলেন। চলতি বছরের জানুয়ারী মাসের ২৮ তারিখে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। একপর্যায়ে তার ভাই মোস্তফা ও নালিতাবাড়ী থানা পুলিশের সহযোগীতায় বুধবার বিকেলে নালিতাবাড়ী থানায় আত্মসমর্পন করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, পুলিশ মানবিক হয়েছে। আইন ও পুলিশের প্রতি মানুষেরও আস্থা বেড়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসন মানুষের ভরসাস্থল হতে পেরেছে। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই যৌতুক মামলার দন্ডপ্রাপ্ত আসামী নাজমুল হাসান স্বেচ্ছায় থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পন করেছেন।