শেরপুরের নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহম্মেদ বাদল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে করোনাভাইরাসের টিকা গ্রহন করেছেন।
জানা গেছে, কোভিড-১৯ এর অন্যতম করোনা যোদ্ধা জেলার নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল করোনা মহামারী চলাকালিন সময় সরকারি এবং ব্যাক্তিগতভাবে অসহায় ও দুঃস্থদের পাশে থেকে ত্রাণ বিতরনসহ জনসচেতনতামুলক কাজ করেন। ফলে সে সময় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। হোমকোয়ারেন্টে থেকে চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহম্মেদ বাদল সাংবাদিকদের বলেন, আমি করোনার টিকা গ্রহণ করেছি। কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারাও টিকা গ্রহণ করুন। নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন। নালিতাবাড়ীতে ইতিমধ্যেই প্রতিদিন সচেতন মহলের অনেকেই করােনা ভেক্সিনের টিকা গ্রহন করছেন।