শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রবিবার (১২ সেপ্টেম্বর) নালিতাবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের আয়োজনে পরিবেশ সৌন্দর্যে টব ও ফুলের গাছ বিতরণ করা হয়েছে। পৌরশহরের ওষুধের দোকান গুলোতে এই গাছ গুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইয়াছিন আরাফাত প্রান্তিক।
উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন বলেন, আমি এই সংগঠনের মাধ্যমে লক্ষ্যনীয় কিছু পরিবর্তন আশা করছি। আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে সংগঠনের জন্য।
নালিতাবাড়ী উপজেলা রেড ক্রিসেন্ট দল এর দল নেতা শাহাদত তালুকদার বলেন, আমরা এই সংগঠন মাধ্যমে সকলের সহযোগিতায় সুন্দর একটি নালিতাবাড়ী করার প্রত্যাশায় কাজ করবো।