শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বিএনপির আট নেতার জামিন বাতিল করেছে জেলার বিচারিক হাকিম আদালত। রবিবার (১৯ জানুয়ারী) জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই আট নেতা হলেন, নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক নূরুল আমীন, যুগ্ম আহবায়ক আশরাফ আলী চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন, শহর বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিএনপি নেতা স্বপন ও বিপুল।
বিএনপি নেতাদের আইনজীবী সিরাজুল ইসলাম জামিন বাতিলের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। তারা পুলিশ চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত জামিনে মুক্ত ছিলেন। সম্প্রতি পুলিশ মামলার চার্জশিট আদালতে দাখিল করেন।
রবিবার আসামিরা আদালতে হাজির হলে আদালত জামিন বাতিল করে ওই বিএনপি নেতাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।