তৃতীয় ধাপে ২৪ মার্চ অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ১৩ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন চেয়ারম্যান প্রার্থীসহ তিন জন।
জামানত হারানো প্রার্থীরা হলেন, চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক, ভাইস চেয়ারম্যান পদে আবু আহসান মো: আসাদুজ্জামান সোহেল ও আব্দুল কাইয়ুম।
নালিতাবাড়ী নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কোন এলাকার নির্বাচনে সর্বমোট কাস্টিং ভোটের আট ভাগের এক অংশের কম কোন প্রার্থী ভোট পেলে সেই প্রার্থী জামানত বাজেয়াপ্ত করা হয়। গত ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১ লাখ ৯৭ হাজার ৬শ ২৬ ভোটের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৯৬ হাজার ৮২ ভোট। সে হিসাবে জামানত ফেরত পেতে একেক প্রার্থীর প্রয়োজন ১২ হাজার ১০ ভোট।
কিন্তু চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক ঘোড়া মার্কায় পেয়েছেন ৩শ ৭৫ ভোট, ভাইস চেয়ারম্যান পদে আবু আহসান মো: আসাদুজ্জামান সোহেল তালা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৫শ ৬৮ ও আব্দুল কাইয়ুম টিয়া পাখি মার্কায় পেয়েছেন ৪ হাজার ৯শ ৮১ ভোট। ফলে এ তিন জনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।