শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম। স্ত্রীর চিকিৎসাজনিত কারণে বর্তমান চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ছুটি নেওয়ায় তাকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যেতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক মাসের ছুটির আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় ২৬ জানুয়ারি থেকে এক মাসের ছুটির আবেদন মঞ্জুর করে। একই সাথে পরিষদের অর্থনৈতিকসহ অন্যান্য কাজের ক্ষমতা প্রদান করে ২৬ জানুয়ারি থেকে এক মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামকে। গত ২৫ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় পত্রটি ইস্যু করে। মন্ত্রণালয় থেকে পত্র জারির পর ২৬ জানুয়ারি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেন।