শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের আহবানে “উপজেলা আওয়ামী লীগ আয়োজিত” ব্যানারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মে রবিবার বিকেলে এ উপলক্ষে শহরের শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জিয়াউল হোসেন মাস্টার।
অন্যান্যের মধ্যে সহ-সভাপতি ওসমান আলী, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিপ্লব বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেন রায়, দফতর সম্পাদক রেজাউল করিম, তথ্য সম্পাদক জহুরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, আ’লীগ নেতা নাজিম উদ্দিন, আমজাদ হোসেন, মোকছেদুল ইসলাম, নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।