শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সুতিয়ার খাল থেকে পানিতে ভাসমান অবস্থায় কবির মিয়া (৩০) নামে এক ব্যক্তির মরদেহ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উদ্ধার করেছে পুলিশ। মৃত- কবির মিয়া এক সন্তানের জনক এবং কাকরকান্দি ইউনিয়নের মধ্য রসাইতলা গ্রামের জনৈক রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও মৃতের স্বজনরা জানায়, কবির মিয়া দীর্ঘদিন যাবত মৃগীরোগে ভোগছিলো। সোমবার পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার কালাপাগলা বাজার থেকে কবির মিয়া সন্ধ্যার পর একা সুতিয়ার খাল পাড় দিয়ে বাড়ি ফিরার পথে মৃগিরোগে আক্রান্ত হয় এবং খালের পানিতে পড়ে যায়। রাতে আর তার বাড়ি ফেরা হয়নি। মঙ্গলবার সকালে এলাকার মহিলাদের ডাক চিৎকারে লোকজন জমায়েত হয়। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরে কবিরের বাড়ির স্বজনের এসে লাশ সনাক্ত করে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে পুলিশ থানায় আনে। মামলার আইও এসআই আব্দুল ওয়ারেস জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ পানিতে ভাসমান দেখি। সবাই জানায় কবির মৃগীরোগি ছিলো।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।