শেরপুরের নালিতাবাড়ীতে মেসার্স রুনা ইলেকট্রনিক্সের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসুচীর মাধ্যমে পালন করা হয়েছে।
(২১ মে) শনিবার বিকেলে দেশীয় পণ্য মার্সেল কোম্পানী নালিতাবাড়ীর এক্সক্লুসিভ ডিলার সামিউল হকের আয়োজনে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক অমিত হাসান। প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে কেক কাটা, আলোচনা সভা, ফ্রী মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্সেল কোম্পানীর নালিতাবাড়ীর এক্সক্লুসিভ ডিলার মেসার্স রুনা ইলেকট্রনিক্সের সত্বাধিকারী সামিউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। বক্তব্য রাখেন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পাওয়ার ভয়েস শিল্পী হাসনা হেনা ও এলিজা। এতে বিভিন্ন শ্রণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।