জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন নালিতাবাড়ী উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু। বুধবার (৩০ জানুয়ারী) মিঠুসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
সূত্রে জানা গেছে, সোহেল রানা মিঠু পহেলা জানুয়ারি ১৯৮৫ সালে উপজেলার ছালেহাবাদ কৃষ্ণপট্রি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মমতাজ উদ্দিন।
সোহেল রানা মিঠু বেশ কয়েক বছর ধরে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ২০১৬ সালে তিনি জাপা’র উপজেলার আহবায়ক কমিটি সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর থেকে সামনের সারির নেতৃত্বে আসেন। পরে দলের জন্য ত্যাগ এবং সক্রিয়তার জন্য জেলা কমিটি তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
তবে ২০১৮ সালে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে জড়িয়ে মিথ্যা, মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শেরপুরে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবীতে মামলার করার পর সবচেয়ে বেশি আলোচনায় আসেন মিঠু।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী মতিয়া চৌধুরীকে উপজেলা জাপা সমর্থন জানায়৷ সে সময় মতিয়া চৌধুরীর প্রায় সব নির্বাচনী জনসভায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করতে গেছে সোহেল রানা মিঠুকে।
সোহেল রানা মিঠু বলেন, আমি সব সময় দলের জন্য শ্রম দিয়ে আসছি। তাই কেন্দ্রীয় নেতারা আমার শ্রমের প্রতি শ্রদ্ধা রেখেই আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করেছেন। এটা আমার জন্য বড় পাওয়া। আমার কাজকে আরও গতিশীল করবে।