ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ীর মহিউদ্দিন রানা নামে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলওয়ার শাহজাদা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে শহীদুল্লাহ হল থেকে এক সহযোগীসহ রানাকে গ্রেপ্তার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
এরই প্রেক্ষিতে, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদ থেকে মহিউদ্দিন রানা বহিষ্কার করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী মহিউদ্দিন রানা কে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।