শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের মধ্য বনকুড়া জামে মসজিদের কমিটি গঠন উপলক্ষে শুক্রবার স্থানীয় মুসল্লিদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের সভাপতিত্বে সভায় অত্র মসজিদের উপস্থিত মুসল্লি ও উপদেষ্টা কমিটির কন্ঠভোটে ৩৯ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠিত হয়েছে।
এতে গিয়াস উদ্দিনকে সভাপতি, মোশারফ হোসেনকে সিঃ সহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আঃ হালিমকে সাধারণ সম্পাদক, রেজাউল আলম রেজাকে যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশেম মিয়াকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতি বলেন, ৫ বছর মেয়াদী নবগঠিত কমিটি আগামিতে সরকারি -বেসরকারী ভাবে প্রাপ্ত অনুদান মসজিদ উন্নয়নে সততা সচ্ছতার সাথে কাজ করবে বলে প্রত্যাশা করেন। শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে নবনির্বাচিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।