শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকায় আন্তজার্তিক সীমারেখার সন্নিকটে ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে স্যালো ইঞ্জিন চালিত ৩০টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আন্তজার্তিক সীমানা লঙ্ঘন করে নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ভোগাই নদীর তীরবর্তী ভারত সীমানার ৩শ মিটারের মধ্যে র্দীঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ভোগাই নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের ৩শ মিটারের মধ্যে থাকা ২৫টি ও ভোগাই নদীর ব্রীজের ৫শ মিটারের মধ্যে ৫টিসহ মোট ৩০টি ড্রেজার মেশিন হাতুরি দিয়ে পিটিয়ে ধ্বংস করে। অভিযানকালে প্লাটুন কমান্ডার রহুল আমিন সহ ৪জন আনসার সদস্য উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুর রহমান জানান, আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বালু উত্তোলন করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষ হতে আপত্তি তোলা হয়েছে। তাই সীমান্তর্বতী ৩শ মিটারের মধ্যে থাকা ২৫টি এছাড়াও ভোগাই ব্রীজের ৫শ মিটারের মধ্যে থাকা আরও ৫টিসহ মোট ৩০টি বালু তোলার ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ সীমানা থেকে নিষেধাজ্ঞা আমান্য করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।