শেরপুরে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা তারাকান্দি গ্রামে বাড়ির পাশে ডোবাতে পড়ে তাজেল মিয়া (৭) ও তানভীর মিয়া (৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
আজ ৫ জুলাই বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের দিনমজুর লালচাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির পাশের ব্রিজে খেলতে গিয়ে এক ভাই ডোবায় পড়ে গেলে, আরেক ভাই তাকে উদ্ধার করতে যায়। এসময় দুই সহোদর ভাই ডোবার পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে গ্রামবাসীরা উদ্ধার অভিযানে নামে। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর তাদের লাশ উদ্ধার করে।