শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী এলাকার পোড়াগাও ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. মুরাদ মিয়ার নিজ উদ্যোগে শনিবার (৪ এপ্রিল) গরীব, অসহায় এবং ভিক্ষুক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এদিন মুরাদ মিয়া এসব দরিদ্র ৬০টি পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসবের মধ্যে ছিল ৫ কেজি করে চাল, ১ কেজি করে আলু, আধা কেজি করে পেয়াজ, আধা কেজি করে ডাল এবং একটি করে সাবান।
এ প্রসঙ্গে যুবলীগ নেতা মুরাদ মিয়া বলেন, মরনঘাতী করোনা ভাইরাস আমাদের বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ থেকে বাচতে হলে সামাজিক দুরত্ব বজায় রাখা এবং নিজ গৃহে অবস্থান করা। কিন্তু ঘরে বসে থাকায় অনেক পরিবার খাদ্য সংকটের সম্মুখীন হয়ে পড়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের যার যার সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়াচ্ছি। এভাবে সকলের এগিয়ে আসা উচিত।