শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে রবিবার (১২ জুলাই) সকালে করোনা ভাইরাসের কারনে কর্মহীন গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় হতে প্রাপ্ত চাল ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
১ নং পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরন করেন। এতে পোড়াগাঁও ইউনিয়নের ৩ শ ৭৫ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৭০ টাকা করে নগদ অর্থ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার রফিকুল ইসলাম, পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম ও ইউপি সদস্যবৃন্দ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।