শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী এলাকার আন্ধারুপাড়া গ্রামে শুক্রবার (১৫ জুন) সকালে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ্যদের মাঝে যাকাতের শাড়ী এবং লুঙ্গী বিতরন করা হয়েছে।
ঢাকাস্থ শেরপুর বরিং এন্ড কন্সট্রাকশনের সত্ত্বাধিকারী মোঃ আজাদ মিয়ার নিজ বাড়িতে এসব ঈদ সামগ্রী বিতরন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলহাজ্ব আব্দুস সবুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যাকাতদাতা পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান ও নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ আজাদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোজাকুড়া দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ড ও নালিতাবাড়ী উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ জামাল উদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আ. লীগ নেতা ওমর আলী, সমাজ সেবক সুলতান আহমেদ ও হাফেজ মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পোড়াগাঁও ইউনিয়ন আ. লীগের সিনিয়র সহ- সভাপতি ফজলুল হক, কৃষক লীগের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক ইউপি সদস্য রুহুল আমীন, যুব লীগ সভাপতি মোরাদুজ্জামান মোরাদ মিয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনু, ইউপি সদস্য কামাল হোসেন, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোগক্তা মশিউর রহমান মুর্শেদসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ ও যুব লীগের নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানে ৪০০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে একটি করে শাড়ী, ৫০ জন পুরুষের মাঝে একটি করে লুঙ্গি ও ঈদ উপহার ১২০ জন নেতাকর্মীর মাঝে একটি করে পাঞ্জাবী বিতরন করা হয়।