শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারের অটোবাইক মালিক সমিতির বার্ষিক বনভোজন শনিবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
সমিতি সুত্রে জানা গেছে, প্রতিবছর অটোবাইক মালিক সমিতি বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকেন। তারই ধারাবাহিকতায় শনিবার উপজেলার প্রাকৃতিক নৈসর্গিক শোভামন্ডিত পানিহাটা গারো পাহাড়ে এবারের বনভোজনের আয়োজন করা হয়। এতে আনন্দে উচ্ছসিত বাইক মালিকগন বাদ্য বাজনাসহ পোড়াগাঁও ইউনিয়নের বিভিন্ন সড়কে অটোবাইক মহড়া দেন। পরে সবাই পানিহাটা পিকনিক স্পটে হাজির হয়ে বনভোজনে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া, শ্রমিক নেতা জামাল উদ্দিন, আ. লীগ নেতা এরশাদ আলম, মোর্শেদ আলম, যুবলীগ নেতা মুরাদুজ্জামান, কৃষক লীগ নেতা আবু সাইদ, সমিতির সভাপতি আক্তারুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক নুরুজ্জামান ও মোতালেব হোসেনসহ প্রায় দেড় শতাধিক সদস্যবৃন্দ।