শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারমারী এলাকার বটতলা বাজারে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শেখ জামাল স্মৃতি সংসদ উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধক হিসেবে ফিতা কেটে শেখ জামাল স্মৃতি সংসদের শুভ উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ মিয়া।
শেখ জামাল স্মৃতি সংসদের সভাপতি মুকুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বিপ্লব।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনোয়ারুল হক, নন্নী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খোকন, নয়াবিল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুরুল হক,,পোড়াগাঁও ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনু প্রমুখ। শেখ জামাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা কৃষক লীগের ভুমি বিষয়ক সম্পাদক শামশাদ আলম সরকার, মধুটিলা রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম, পোড়াগাঁও কৃষক লীগের সভাপতি আবু সাইদ, রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও শেখ জামাল স্মৃতি সংসদের সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ঘাতকরা বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব-পরিবারে হত্যা করে। বিপদগামীদের হাত থেকে বাঁচতে পারেনি বঙ্গবন্ধুর পুত্র শেখ জামালও। তাই শেখ জামালের স্মৃতিকে ধরে রাখতে আজ থেকে ‘শেখ জামাল স্মৃতি সংসদের’ যাত্রা শুরু হলো। এ ক্লাবের সদস্যরা দরিদ্র অসহায়দের পাশে দাড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। তাছাড়া মাদকমুক্ত সমাজ গঠনেও বিশেষ ভুমিকা রাখবে।