শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচিত মহিলা সদস্যের মৃত্যুর কারনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জমজমাট প্রচারনা চালাচ্ছেন দুই প্রার্থী। উপজেলার পোড়াগাঁও ইউপি’র ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে আগামী ১৫ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষনার পর ওই ওয়ার্ডে ২ জন মহিলা সদস্য মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে প্রতিক পেয়ে ২ নারী প্রার্থীর ভোটের লড়াই চলছে। তিনটি কেন্দ্রে অনুষ্ঠেয় নির্বাচনে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৩৮ জন। মাইক প্রতিকে হামেদা খাতুন ও সুর্যমুখী ফুল প্রতিকে সাজেদা বেগম নির্বাচনে ভোট প্রার্থনা করছেন।
পোড়াগাঁও গ্রামের ভোটার মুন্না মিয়া, ফজলে রাব্বি ও ছইতন বেগম বলেন, আগের মহিলা মেম্বারের মৃত্যুতে এ নির্বাচনে আমরা বিপুল ভোটে হামেদা আপার মাইক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো। হামিদা আপা পাশ করলে জনগণের সেবা করবে এলাকার উন্নয়ন হবে।
ভোট প্রার্থনাকালে মাইক প্রতিকের প্রার্থী হামেদা খাতুন বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীকে বিনামুল্যে সেবা দিয়ে এলাকায় উন্নয়নমুলক কাজ করবো। এছাড়া ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষে কাজ করে যাব।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, ওই ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য শামসুন্নাহার গত ৭ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করায় আসনটি শুণ্য ঘোষনা করা হয়। আসছে ১৫ জুন বুধবার উপ-নির্বাচনটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।