শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আলহাজ্ব মো. আজাদ মিয়ার নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বারমারী বাজার বাস স্ট্যান্ড চৌরাস্তা মোড়ে এই পথ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রার্থী আলহাজ্ব মো. আজাদ মিয়া। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পোড়োগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, সমাজ সেবক আলহাজ্ব হোসেন আলী, উমর আলী, রহিম সওদাগর, শ্রমিক নেতা বাদশা মিয়া, আবুল কালাম, হাবিব, সুধন, পোড়াগাঁও ইউনিয়ন যুব লীগের সভাপতি মোরাদুজ্জামান মুরাদ ও সহ-সভাপতি মনির হোসেন প্রমুখ।
এর আগে মো. আজাদ মিয়ার সমর্থনে বারমারী বাজারের মোটরসাইকেল প্রতিকের প্রচার কেন্দ্র থেকে কয়েক হাজার ভোটার ও কর্মী সমর্থকদের অংশ গ্রহনে একটি বিশাল মিছিল আন্ধারুপাড়া ওয়ার্ডের বটতলা মিশন ও শান্তীর মোড় প্রদক্ষিণ করে ফের প্রচার কেন্দ্রে এসে শেষ হয়।