শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। সেই লক্ষে এখন উপজেলার সবত্রই চলছে নির্বাচনী আমেজ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ নভেম্বর) রাতে বারমারী আটোবাইক মালিক-চালক সমিতির উদ্যোগে ১নং পোড়াগাঁও ইউপির চশমা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. জামাল উদ্দিনের এক নির্বাচনী পথসভা বারমারী বাজার সংলগ্ন আবু সাইদ মিলনের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হয়।
এতে বীরমুক্তিযোদ্ধা আছমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়নাল খলিফা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দরবেশ আলী, চশমা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মাওলানা মো. জামাল উদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আটোবাইক মালিক-চালক সমিতির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট রবিউল আলম ইউসুব, আব্দুল মোতালেব, আলী হোসেন, রুহুল আমীন লিটন, আহাম্মদ আলী, রেজাউল মুন্সি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পোড়াগাঁও ইউনিয়নকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সৎ, যোগ্য ও ধার্মিক ব্যক্তি চশমা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মাওলানা মো. জামাল উদ্দিনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমরা চেয়ারে বসাব।
প্রার্থী জামাল উদ্দিন বলেন, আমি যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই তাহলে পোড়াগাঁও ইউনিয়নের গরীব, দুঃখী ও মেহনতী মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি ন্যায়, জ্ঞানভিত্তিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব। এতে অংশগ্রহনকারী পুরুষ ও নারী ভোটাররা তাকে আগামী ২৮ নভেম্বর ভোটের মাধ্যমে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।