শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মতবিনিময় সভা করেছেন আলহাজ্ব মো. আজাদ মিয়া।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রার্থী আলহাজ্ব আজাদ মিয়া। আরো বক্তব্য রাখেন ইশ্রাফিল আলম, জস্টিনা চিরান, উমর আলী, হাবিবুর রহমান, মোরাদুজ্জামান, গোলাম রব্বানী ও জাফর আলী প্রমুখ।
এসময় প্রার্থী আজাদ মিয়া বলেন, বিগত ১০টি বছর সুখে দুখে আপনাদের পাশে ছিলাম। আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে পোড়াগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এ ইউনিয়নে অনেক উন্নয়নকাজ বাকি আছে। বাকি অসমাপ্ত উন্নয়ন কাজের জন্য আরেকবার আপনাদের দোয়া ও সমর্থন চাই। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষনা দিলে উপস্থিত কর্মী, সমর্থক ও ভোটাররা হাত তুলে তাকে সমর্থন জানান।