শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের কৃষিস¤প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার কৃষি অধিদপ্তর খামার বাড়ির মহা-পরিচালক কৃষিবিদ নুরুল আলম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালাইন এসোসিয়েশনের নির্বাহী সাধারণ সম্পাদক ও নালিতাবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকার কৃষিস¤প্রসান অধিদপ্তর খামার বাড়ির ভারপ্রাপ্ত পরিচালক উদ্ভিদ সংগনিরোধ উইং আজহার আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নাকুগাঁও স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন করার ফলে এই স্থলবন্দর দিয়ে আমদানী-রফতানীকৃত কৃষিজাত পণ্য ও ফল-ফলাদি রোগ জীবানুমুক্ত এবং নিরাপদ কিনা তা পরীা নিরীা করে সনদপত্র দেয়ার পর সেসব পণ্য বাজারজাত করা হবে। এতে সাধারণ ভোক্তাগন রোগ জীবানুমুক্ত পণ্য পাবেন। তারা আরো বলেন, দেশের প্রায় সবগুলো স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র রয়েছে।
পরে উদ্বোধক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন করেন। এসময় শেরপুরের কৃষিস¤প্রসারন অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, নালিতাবাড়ীর কৃষি কর্মকর্তা শরীফ ইকবালসহ প্রায় দুই শতাধিক আমদানি-রফতানী কারক ব্যবসায়ী, সুধীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।