অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ২ মাস ৭ দিন কারাভোগের পর কুদ্দুস আলী (২৮) নামে এক যুববকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ ও বিএসএফ। রোববার (২০ আগষ্ট) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ওই যুবককে ফেরত পাঠানো হয়। ফেতরত আসা ওই যুবক হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার শাল বড়াই বাড়ি গ্রামের ফজল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্য চর এলাকা দিয়ে কুদ্দুস আলী ভারতে অনুপ্রেবেশ করে। পরে সে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ)‘র হাতে আটক হন। আটকের পর আদালতের মাধ্যমে কুদ্দুসকে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে সে ২ মাস ৭ দিন কারাভোগ শেষে ১৯ আগস্ট মুক্তি পান। পরে রোববার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে দেশে পাঠানো হয়।
ওই সময় ভারতের ডালু থানার ইন্সপেক্টর ডি হাজং, নালিতাবাড়ী থানার উপ- পরিদর্শক শাহ আলম, ইমিগ্রেশনে দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্য আবুল হোসেনসহ বিজিবি ও বিএসএফ’র সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস/ বা.স