চলমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে সোমবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান মন্ত্রীর দেওয়া উপহার শেরপুর জেলা পরিষদের মাধ্যমে ফেস মাস্ক থ্রী ডি প্রিন্ট, হ্যান্ড স্যানেটাইজার, হ্যান্ড ওয়াশ ও সাবানসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নন্নী বাজার বায়তুল আমান মার্কাস মসজিদ প্রাঙ্গণে মুসল্লীদের মাঝে এসব বিতরণ করা হয়। শেরপুর জেলা পরিষদের সদস্য ও নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী এসব সুরক্ষা সামগ্রী বিতরন করেন।
এসময় ওই মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি সালমান মুনির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এলাকার সাংসদ সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান এবং জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী (উপ-সচিব) এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন। শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ সদস্য ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী বলেন, করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে নিজেদেরকে সুরক্ষিত রেখে কোরবানীর ঈদ আনন্দ উদযাপন করতে হবে। এসময় তিনি উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান।