শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীতে পানিতে ডুবে রাজিম (১৬) নামের এক প্রতিবন্ধি কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাজিম ওই গ্রামের হাবিবুল্লাহ (কালা) এর ছেলে ।
পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত রাজিম শনিবার সকালে নন্নী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু পথিমধ্যে বৃষ্টি শুরু হলে সে ফের বাড়ির দিকে যাচ্ছিল। এসময় পা পিছলে পাশের ডোবার পানিতে পরে মারা যায়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, রাজিম মানসিক প্রতিবন্ধি এবং মৃগী রোগী ছিল। এলাকাবাসী জানান, রাজিমের দিনের বেশির ভাগ সময়ই নন্নী বাজারে কাটতো। বাজারের সব শেণি পেশার মানুষের সাথে তার চলাফেরা ছিল। তাই রাজিমের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।