‘ সবাই মিলে ভাবো নতুন কিছু কর, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো।’ এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকার দাওধারা কাটাবাড়ি শিক্ষা কেন্দ্রে শুক্রবার (৮ মার্চ) সকালে কারিতাস সিডস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শিক্ষা কেন্দ্র থেকে একটি র্যালী বের হয়ে চারআলী বাজার প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কারিতাস নালিতাবাড়ীর কো-অর্ডিনেটর মিস. অনন্যা সাংমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পোড়াগাঁও ইউপি আওয়ামী লীগের সভানেত্রী বন্দনা চাম্বুগং, শিক্ষিকা সুচিত্রা চিছাম, লিপি নেংমিনজা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, ট্রাইবাল সদস্য সুদিপ সরকার, শ্রমিক নেতা আনোয়ারুল মঞ্জিল, ইউপি সদস্য আব্দুল করিম, আনোয়ারা বেগম ও কারিতাসের অন্যান্য কর্মকর্তাগন। পরে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।