নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমানকে ১০ দিনের মধ্যে অপসারণের দাবি করে আলটিমেটাম দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাব উদ্দিন সমর্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের। আজ রোববার দুপুরে স্থানীয় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাব উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আব্দুল বারি তালুকদার, জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোকসেদুর রহমান লেবু, সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদেও সংবর্ধনা ঘিরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবাদ জানানো হয় গত ২৮ মার্চ মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক পাঁচ কমান্ডারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনকারী শাহাব উদ্দিন মুক্তিযোদ্ধা নন সংবাদ সম্মেলনের। বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা নিয়ে দুর্ব্যবহার করেছেন, শাহীন স্কুলের কোমল মতি শিক্ষার্থীদের ডিসপ্লেতে অংশগ্রহণ করতে দেন নাই, স্বাধীনতা দিবসে ব্যাপক চাঁদাবাজি করে দায়সারা গোছের অনুষ্ঠান করেছেন। এছাড়াও তারা সাবেক কমান্ডার মুস্তাফিজুর রহমান মুকুলের বিরুদ্ধে রাজাকার কমান্ডার রফিজ উদ্দিনের কাছ থেকে ১৯৭৩ সনে মুক্তিযোদ্ধাদের জন্য দখল করা ৯৮ শতাংশ জমি দখল করে নেওয়ার অভিযোগ করেন। তারা বলেন, ইউএনও, ও ভ’মি আত্মসাৎকারী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তুপক্ষের সংগে যোগাযোগ করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমানের সংগে মুঠোফোনে কথা বললে, তিনি কমান্ডার শাহাব উদ্দিনের সংগে কথোপকথনের অডিও শুনিয়ে উল্টো তার অশালীন আচরণের অভিযোগ করেন। তিনি বলেন, শাহীন স্কুলের স্থানীয়ভাবে কোন অনুমোদন না থাকায় তাদেও ডিসপ্লেতে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই।
অভিযুক্ত কমান্ডার মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, মুক্তিযোদ্ধা সংসদের জমিটি জয়নাল আবেদীন নামে একজন ১৯৮৪ সনে দু’তরফা ডিগ্রির মাধ্যমে ভ’মি অফিস মোট ৯৮ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমির মালিক হন। আমি তার কাছ থেকে নিজের ১৮ শতাংশ জমি বিনিময় দলিলের মাধ্যমে মালিক হই এবং আড়াই শতাংশ জমি মুক্তিযোদ্ধা সংসদকে দান করি। তাই আমাকে ৯৮ শতাংশ জমি দখলকারী বলে অভিযোগ করা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
কমান্ডার শাহাব উদ্দিন জানান, আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়া স্বত্বেও, আমাকে হেয় করার জন্য সাবেক পাঁচ কমান্ডার আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ইউএনওর অপসারণ সহ ভূমি দস্য্যুও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্ত্ানদের নিয়ে আন্দোলন করছি। ইউএনও কে যদি ১০ দিনের মধ্যে অপসারণ না করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচূী দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।