শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আইন শৃংখলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রাণঘাতী করোনা ভাইরাস সর্ম্পকে সচেতনতা বৃদ্ধিকরনের লক্ষে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে।
নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার, গড়কান্দা এবং ইউনিয়ন পর্যায়ে চেল্লাখালি বাজার, পাঁচগাও বাজার, রাজগঞ্জ বাজার, নন্নী বাজার, বারমারী বাজার, চারআলী বাজার, নয়াবিল বাজার, স্লুইসগেইট বাজার, পল্লীবিদ্যুৎ বাজারে এসব বিতরন করা হয়। করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে গণসচেতনতা এবং বর্তমান সময়ে হাট বাজারে বিনা প্রয়োজনে ঘুরাঘুরি না করে নিজ বাড়ীতে অবস্থান করার পরামর্শ দেন তারা।
এসময় নালিতাবাড়ী উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম এবং নালিতাবাড়ী উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য সচিব নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল গরীব অসহায় মানুষদের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন আইন শৃংখলা রক্ষাকারী বাহীনির সদস্য এবং সেচ্ছাসেবীবৃন্দ।