শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী এলাকার বুরুঙ্গা পোড়াবাড়ী সীমান্ত থেকে সর্দি জ্বর দেখে করোনা ভাইরাসে আক্রান্ত লক্ষণে গ্রামবাসী রুবেল (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে বিজিবির কাছে দিয়েছে। সে মায়ানমারের ফাইজপাড়া জেলার হাতিচালা থানার কাচাইল মুন্ডু গ্রামের মৃত- আব্দুর রহমানের ছেলে। বর্তমানে সে চট্রগ্রামের উখিয়া ক্যাম্পে বসবাস করে আসছিল। বুধবার (১৫ এপ্রিল) সকালে স্থানীয় বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি বারোমারী ক্যাম্প কমান্ডার সুবেদার মো. শাজাহান মিয়া বলেন, সকাল ৮টার দিকে সীমান্তের জিরো লাইনের এক দেড় কিলোমিটার এলাকায় ওই যুবক ঘোরাফেরা করছিল। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাকে আটক করেন। খবর পেয়ে বিজিবির টহল দল সেখানে গিয়ে তাকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলা ওই যুবক তাদের জানিয়েছেন তাকে ময়মনসিংহ থেকে ড্রামভরা মাছের ট্রাকে করে বারোমারী এলাকায় এনে ছেড়ে দেওয়া হয়েছে। পথ ভুলে হাঁটতে হাঁটতে সে সীমান্তের জিরো লাইনে চলে এসেছেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, বারোমারী বিজিবি ক্যাম্প থেকে রুবেল নামে এক রোহিঙ্গা যুবককে বুধবার দুপুরে আমাদের থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায় সে উখিয়া ক্যাম্প থেকে গত ১৭ মার্চ পালিয়ে যায়। পরে বিভিন্নস্থানে থেকে মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে মাছের ড্রামে করে সে বারোমারী এলাকায় আসে। তারা বাবা- মা নেই। উখিয়া ক্যাম্পে তার ভাল লাগে না। তাই সে পালিয়ে এসেছে বলে জানায়।
ওসি আরও বলেন, আটক যুবকের সর্দি-জ্বর ও কাশি রয়েছে। তাই আমরা তাকে গ্রহণ করিনি। আপাতত পুলিশ ও বিজিবি’র পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও আইসোলেশন ওয়ার্ডে হোমকোয়ারাইন্টানে রাখা হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহনুমা সারওয়াত সালাম বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার লালা-রসের নমূনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড- ১৯ ল্যাবে পাঠিয়েছেন। বৃহস্পতিবার নমূনার ফলাফল পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, বর্তমান করোনা ভাইরাসের কারনে তাকে হাসপাতালের আইসোলসনে রাখা হয়েছে। পরীক্ষা নীরিক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।