শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সমেশ্চুড়া গ্রামের ৭ প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেলেনা পারভীন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাস। তারা মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে জীবিত ৬ প্রতিবন্ধিদের বাড়িতে গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ইউএনও হেলেনা পারভীন তার পক্ষ থেকে নগদ ৩ হাজার টাকা, ৪টি শাড়ী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম তার পক্ষ থেকে প্রতিবন্ধিদের ঈদের দিন খাওয়ার জন্য ২ কেজি গোশত, পুরুষ প্রতিবন্ধি আজগর আলী ও জয়নাল আবেদীনকে ১টি করে লুঙ্গি এবং নারী প্রতিবন্ধি রমিজা বেগম, রহিমা বেগম, কুলসুম বেগম ও ফাতেমা বেগমকে ১সেট করে পেটিকোড এবং ব্লাউজ উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আলহাজ্ব এমএ হাকাম হীরা, সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, সাংবাদিক এম. সুরুজ্জামান, মেহেদী হাসান সাকিব ও পরিবার প্রধান মোহাম্মদ আলী প্রমুখ।
উল্লেখ্য, ওই ৭ প্রতিবন্ধি পরিবারকে প্রেসক্লাব নালিতাবাড়ী দীর্ঘদিন যাবত ভরণপোষনসহ সার্বিক খোঁজখবর নিচেছন। ইতোমধ্যে হাজেরা বেগম নামে এক প্রতিবন্ধি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই ৭ প্রতিবন্ধি একে অপরের সহোদর ভাই বোন।